এমএস ওয়ার্ডে কিভাবে টেক্সট মুভ করবেন? এমএস ওয়ার্ড ২০১৯ A to Z বাংলা টিউটোরিয়াল | পর্ব-১৪


টেক্সট মুভ করা (টেক্সট অন্যত্র সরানো) ওয়ার্ড প্রোগ্রামের একটি অন্যতম কমন কাজ। এমএস ওয়ার্ড ২০১৯ ভার্সনসহ সকল ভার্সনেই ডকুমেন্টেশন সম্পাদনের সময় প্রায়ই টেক্সট মুভ করার প্রয়োজন হয়ে থাকে।

আজকের এ টিউটোরিয়াল পর্বে এমএস ওয়ার্ড ২০১৯ ভার্সনে টেক্সট মুভ করা [Move Text] নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মনসংযোগ সহকারে এ পর্বটি পড়ে অনুশীলন করুন।


পূর্বের পর্বঃ কিভাবে টেক্সট ডিলিট করবেন?


একই ডকুমেন্টের মধ্যে কিংবা একাধিক ডকুমেন্টেও টেক্সট মুভ করা যায়। এক্ষেত্রে একই ডকুমেন্টের মধ্যে টেক্সট মুভ করার জন্য মাউসের ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতি ব্যবহার করে সহজে কাজটি সম্পাদন করা যায়।

এমএস ওয়ার্ড ২০১৯ প্রোগ্রামে কমাণ্ড এবং মাউস দ্বারা ড্রাগ এণ্ড ড্রপ টেকনিক ব্যবহার করে টেক্সট বা অবজেক্ট মুভ করার জন্য নিম্নে বর্ণিত পদ্ধতিগুলো উল্লেখ করা হলো।

 

পদ্ধতি-১ঃ কমাণ্ড ব্যবহার করে একই ডকুমেন্টে টেক্সট মুভ করাঃ

একই ডকুমেন্টে টেক্সট সরানোর জন্য এ পদ্ধতি কিভাবে প্রয়োগ করা হয় তা নিচে আলোচনা করা হলো। এর মাধ্যমে কিভাবে কমাণ্ড ব্যবহার করে একই ডকুমেন্টে টেক্সট মুভ করা যায় তা জানতে পারবেন।

=> ডকুমেন্টের যে টেক্সটগুলো মুভ বা অন্যত্র সরাতে চান তা সিলেক্ট করুন।

=> Home ট্যাবের উপর ক্লিক করুন।

=> Clipboard প্যানেলের Cut বাটন বা লেখাতে ক্লিক করুন। বুঝতে সমস্যা হলে চিত্রটি অনুসরণ করুন।



=> এবার ডকুমেন্ট এর যে স্থানে টেক্সটগুলো বসাতে চান সেখানে মাউস অথবা কীবোর্ড দ্বারা কার্সর স্থাপন করুন।

=> অতপর Home ট্যাবে পুন:রায় ক্লিক করুন।

=> Clipboard প্যানেলের Paste বাটন বা লেখাতে ক্লিক করুন। অথবা নিচের চিত্রের পদ্ধতি অনুসরণ করুন।


 

পদ্ধতি-২ঃ কিবোর্ড এর শর্টকাট কমাণ্ড ব্যবহার করে একই ডকুমেন্টে টেক্সট মুভ করাঃ

এ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে কিবোর্ড এর শর্টকাট কমাণ্ড ব্যবহার করে একই ডকুমেন্টে টেক্সট মুভ করা যায়। 

=> ডকুমেন্টের যে টেক্সটগুলো মুভ বা অন্যত্র সরাতে চান তা সিলেক্ট করুন।

=> কীবোর্ডের সাহায্যে Ctrl+X কী দু’টি চাপুন। এর ফলে সিলেক্ট করা টেক্সটসমূহ কাট হবে।

=> এবার ডকুমেন্ট এর যে স্থানে টেক্সটগুলো বসাতে চান সেখানে মাউস অথবা কীবোর্ড দ্বারা কার্সর স্থাপন করুন।

=> অতপর কীবোর্ডের সাহায্যে Ctrl+V কী দু’টি চাপুন। দেখতে পাবেন সিলেক্ট করা টেক্সটসমূহ কার্সর অবস্থিত স্থানে পেস্ট হবে।


পদ্ধতি-৩ঃ ড্রাগ-ড্রপ পদ্ধতি ব্যবহার করে একই ডকুমেন্টে টেক্সট মুভ করাঃ

কিভাবে ড্রাগ-ড্রপ পদ্ধতি ব্যবহার করে একই ডকুমেন্টে টেক্সট মুভ করবেন তা নিচে দেখানো হলো।

=> ডকুমেন্টের প্রয়োজনীয় টেক্সট সিলেক্ট করুন।

=> সিলেক্টকৃত টেক্সট এর ওপর মাউসের বাম বাটন চেপে ধরে যেখানে টেক্সটটি মুভ করতে চান সেখানে নিয়ে ছেড়ে দিন।


পদ্ধতি-৪ঃ কমাণ্ড ব্যবহার করে ভিন্ন ডকুমেন্টে টেক্সট মুভ করাঃ

ভিন্ন ডকুমেন্টে টেক্সট মুভ বা সরানোর জন্য এ পদ্ধতিটি অনুসরণ করুন। এ পদ্ধতি অনুসরণ করে আপনি শিখতে পারবেন কিভাবে কমাণ্ড ব্যবহার করে ভিন্ন ডকুমেন্টে টেক্সট মুভ করা যায়। যা নিচে দেখানো হলো।

=> একাধিক প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ ওপেন করুন।

=> যে টেক্সটসমূহ অন্য ডকুমেন্টে মুভ বা সরাতে চান তা সিলেক্ট করুন।

=> কীবোর্ডের সাহায্যে Ctrl+X কী দু’টি চেপে সিলেক্টকৃত টেক্সটগুলো কাট করে নিন।

=> View ট্যাবের উপর ক্লিক করুন।

=> সেখান থেকে Window প্যানেলের Arrange All ক্লিক করুন।

=> দেখতে পাবেন আপনার ওপেনকরা সকল ওয়ার্ড ডকুমেন্টসমূহ পর্দায় প্রদর্শিত হচ্ছে।

=> এবার যে ডকুমেন্টে টেক্সটগুলো মুভ করতে চান তা এ্যাকটিভ করুন এবং টেক্সটটি ডকুমেন্ট এর যে স্থানে বসাতে চান সেখানে মাউস অথবা কীবোর্ড দ্বারা কার্সর স্থাপন করুন।

=> এখন কীবোর্ডের Ctrl+V কী দু’টি প্রেস করুন। দেখতে পাবেন সিলেক্টকরা টেক্সটসমূহ নতুন ফাইলের কার্সর অবস্থিত স্থানে পেস্ট হবে।

আরো পড়ুন...

এমএস ওয়ার্ডে কিভাবে টেক্সট সিলেক্ট করবেন?

কিভাবে ওয়ার্ড ফাইলে টেক্সট সংযোজন করবেন?

Context Help কি এবং ইহার ব্যবহার |

 

পদ্ধতি-৫ঃ অবজেক্ট মুভ করা

উপরোক্ত পদ্ধতিসমূহ অনুসরণ করেও যে কোন অবজেক্ট একই ডকুমেন্ট বা একাধিক ডকুমেন্ট-এ মুভ করানো যাবে। কমান্ডগুলো একই হওয়া সত্বেও নিচে পুন:রায় উপস্থাপন করা হলো।

=> প্রয়োজনীয় অবজেক্ট সিলেক্ট করুন।

=> কীবোর্ডের Ctrl+X প্রেস করে অবজেক্টটি কাট করে নিন।

=> অবজেক্টটি ডকুমেন্ট এর যে স্থানে মুভ করতে চান সেখানে কার্সর রাখুন।

=> কীবোর্ডের Ctrl+V প্রেস করে অবজেক্টটি পেস্ট করুন। 


পদ্ধতি-৬ঃ ফাংশন কী এর মাধ্যমে অবজেক্ট বা টেক্সট মুভ করা

এ পদ্ধতি অনুসরণ করেও যে কোন অবজেক্ট বা টেক্সট এক বা একাধিক ডকুমেন্ট-এ মুভ করানো যাবে। নিচে তা দেখানো হলো।

=> প্রয়োজনীয় অবজেক্ট বা টেক্সটসমূহ সিলেক্ট করুন।

=> কীবোর্ডের F2 কী প্রেস করুন। দেখতে পাবেন ডকুমেন্ট এর বামে নীচের কোনায় Move to Where? লেখা প্রদর্শিত হচ্ছে।



=> এরপর স্ক্রল করে অবজেক্ট বা টেক্সটসমূহ ডকুমেন্ট এর যে স্থানে মুভ করতে চান সেখানে কার্সর রাখুন।

=> কীবোর্ডের Enter কী প্রেস করুন। দেখতে পাবেন নির্ধারিত স্থানে অবজেক্ট বা টেক্সটসমূহ পেস্ট হয়েছে। নিচের চিত্রটি দেখুন।






*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

ads

ads