কিভাবে ওয়ার্ড ফাইলে টেক্সট সংযোজন করবেন? এমএস ওয়ার্ড ২০১৯ A to Z বাংলা টিউটোরিয়াল - পর্ব-১১

 


ওয়ার্ড ফাইল টেক্সট সংযোজন করা এবং সেই ফাইলটি সুন্দর আউটফুটে ফরমেট করাই হলো ওয়ার্ড এর প্রধান কাজ। এমএস ওয়ার্ড ২০১৯ ব্যবহার করে ওয়ার্ড ফাইলে খুব সহজে টেক্সট সংযোজন এবং ফরমেট করা যায়।

এমএস ওয়ার্ড ২০১৯ ভার্সনে কিভাবে ওয়ার্ড ফাইলে টেক্সট সংযোজন [Insert Text] করা যায় সে বিষয়ে আজকের পর্বে বিস্তারিত আলোচনা করবো।


আরো পড়ুন...

Context Help কি এবং ইহার ব্যবহার। এমএস ওয়ার্ড ২০১৯ A to Z বাংলা টিউটোরিয়াল - পর্ব-১০

এমএস ওয়ার্ডে ফাইল সেভ করা। এমএস ওয়ার্ড ২০১৯ A to Z বাংলা টিউটোরিয়াল - পর্ব-৭

 

কিভাবে ওয়ার্ড ফাইলে টেক্সট সংযোজন করবেন?

এমএস ওয়ার্ডে প্রায় সময় আমাদের লেখার মাঝে নতুন করে টেক্সট সংযোজন করার প্রয়োজন হয়। সে কাজটি আমরা নতুনভাবে অথবা রিপ্লেস করে টেক্সট সংযোজন করতে পারি। কিভাবে ওয়ার্ড ফাইলে টেক্সট সংযোজন করতে হয় তা আমরা নিম্নে দু’টি পদ্ধতির সাহায্যে জানব।

 

পদ্ধতি-১ঃ পূর্বে থাকা টেক্সট এর মধ্যে নতুন টেক্সট সংযোজন করা।

এ পদ্ধতিতে আমরা জানব কিভাবে যে কোন টেক্সট লাইনের মাঝে কোন টেক্সট পরিবর্তন বা সংশোধন না করে নতুন টেক্সট সংযোজন করা যায়।

=> টেক্সট ডকুমেন্টের যে স্থানে নতুন টেক্সট সংযোজন করতে চান সে স্থানে কার্সর রাখুন।

=> নতুন টেক্সট কীবোর্ড দিয়ে টাইপ করুন।



=> দেখা যাবে কার্সর যে স্থানে আছে সেখানে নতুন টেক্সট সংযোজন হবে এবং কার্সরের ডান পাশে থাকা লেখাগুলো ডানে সরে যাবে।


পদ্ধতি-২ঃ পূর্বে থাকা টেক্সট এর টেক্সট রিপ্লেস করে।

এ পদ্ধতিতে আমরা ওভাররাইড মোডে নতুন টেক্সট সংযোজন করতে পারি। অর্থাৎ পূর্বে থাকা টেক্সট হতে কিছু মুছে যাবে এবং নতুন টেক্সট সংযোজন হবে।

=> টেক্সট ডকুমেন্টের যে স্থানে নতুন টেক্সট সংযোজন করতে চান সে স্থানে কার্সর রাখুন।

=> এরপর স্ট্যাটাস বার এর ‍উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন।

=> প্রদর্শিত অপশন হতে Overtype ক্লিক করুন।



=> এবার প্রয়োজনীয় টেক্সট সম্পাদন করুন।

=> দেখতে পাবেন নতুন টেক্সট সংযোজন হয়েছে এবং ডানের টেক্সটসমূহ মুছে গেছে।



Context Help কি এবং ইহার ব্যবহার। - পর্ব-১০

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

ads

ads