Windows 11 এর অটো আপডেট কিভাবে বন্ধ করবেন?

প্রতিটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অন্যতম একটি ফিচার হচ্ছে অটো আপডেট। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমও এর ব্যতিক্রম নয়।


উইন্ডোজের এ অটো আপডেট এর মাধ্যমে আপনার পিসির ড্রাইভার, কোনো দরকারি সফটওয়্যারের আপডেট নেট কানেকশন পাওয়ার সাথে সাথে সেগুলোকে অটোমেটিকভাবে ডাউনলোড এবং ইন্সটল করে দেয়।


উন্নত দেশে এই ফিচারটি বেশ কাজের হলেও বাংলাদেশের প্রেক্ষিতে এই ফিচারটি আমাদেরকে সুবিধার চেয়ে অসুবিধায় ফেলে দেয় বেশি! কারণ আমাদের দেশে ব্রডব্যান্ড এখনও প্রান্তিক পর্যায়ে অপ্রতুল হওয়ায় এ সিস্টেমটি চালু থাকলে লিমিটেড মেগাবাইট কখন শেষ হয় তা টেরও পাওয়া যায় না। তাছাড়া অটো আপডেট বন্ধ রেখে সুবিধামত ব্যবহার করতে পারলে পিসি / ইন্টারনেট সবই নিজের নিয়ন্ত্রণে থাকে। এজন্য আজ আমরা নিচের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছিউইন্ডোজ ১১ এর অটো আপডেট কিভাবে বন্ধ করবেন। 




*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

ads

ads