এমএস ওয়ার্ডে কিভাবে জুম ইন-আউট এর কমাণ্ড ব্যবহার করবেন? এমএস ওয়ার্ড ২০১৯ বাংলা টিউটোরিয়াল | পর্ব-১৭

 


জুম ইন-আউট এমএস অফিস এর একটি গুরুত্বপূর্ণ কমাণ্ড। আজকের টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে কিভাবে এমএস ওয়ার্ড ২০১৯ ডকুমেন্টের কনটেন্ট জুম ইন এবং জুম আউট করতে হয়।

মাইক্রোসফ্ট ওয়ার্ড ডকুমেন্টের কনটেন্টগুলোকে ছোট-বড় করে দেখার জন্য জুম ইন এবং জুম আউট কমাণ্ড ব্যবহৃত হয়।

ডকুমেন্টের কনটেন্ট বড় করে দেখার জন্য জুম ইন এবং ডকুমেন্টের কনটেন্ট ছোট আকারে দেখার জন্য জুম আউট করতে হয়।

নোট: জুম ইন-আউট করার মাধ্যমে ডকুমেন্টের টেক্সট বা অবজেক্টে এর আকার বা সাইজ বড় কিংবা ছোট হয় না। শুধুমাত্র কাজের সুবিধার জন্য ডিসপ্লেতে ছোট-বড় করে দেখা হয়।

 

কিভাবে জুম ইন-আউট এর কমাণ্ড ব্যবহার করবেন?

ওয়ার্ড ডকুমেন্টে একাধিকভাবে জুম ইন-আউট এর কমাণ্ড ব্যবহার করা যায়। উক্ত পদ্ধতিগুলো নিম্নে উপস্থাপন করা হলো।


পূর্বের পর্বঃ এমএস ওয়ার্ডে কিভাবে Undo ও Redo এর ব্যবহার করবেন?


রিবন থেকে View অপশন ব্যবহার করে জুম ইন-আউট করা

 

=> রিবন হতে View ট্যাব ক্লিক করুন।

=> Zoom প্যানেল বা গ্রুপ হতে Zoom ক্লিক করুন।



=> Zoom ডায়ালগ বক্স প্রদর্শিত হবে।

=> Zoom ডায়ালগ বক্স হতে প্রয়োজনীয় অপশন সিলেক্ট করে Ok ক্লিক করুন।



ধরুন, আপনার সম্পাদিত ডকুমেন্টটি ২০০% এ দেখতে চান। এজন্য ওপরের চিত্রের মত ২০০% সিলেক্ট করে Ok ক্লিক করুন।


আরো পড়ুন...

এমএস ওয়ার্ডে কিভাবে টেক্সট মুভ করবেন? 

গুগল অ্যাডসেন্স অটো বিজ্ঞাপনের সুবিধা এবং অসুবিধা

Google One কি? এবং এটি কিভাবে কাজ করে?


 

Zoom ডায়ালগ বক্স এর বিভিন্ন অপশন নিম্নে বর্ণিত হলো:

200% = ডকুমেন্টের টেক্সট বা অবজেক্ট ২০০% অবস্থায় ভিউ করা

100% = ডকুমেন্টের টেক্সট বা অবজেক্ট ১০০% অবস্থায় ভিউ করা

75% = ডকুমেন্টের টেক্সট বা অবজেক্ট ৭৫% অবস্থায় ভিউ করা

Page width = ডকুমেন্টের পৃষ্ঠার প্রশস্ততা অনুসারে পুরো পর্দা জুড়ে প্রদর্শিত হবে

Text width = শুধুমাত্র ডকুমেন্টের টেক্সট পুরো পর্দা জুড়ে প্রদর্শিত হবে

Whole page = ডকুমেন্টের একটি পৃষ্ঠা সম্পূর্ণভাবে প্রদর্শিত হবে

Many pages = ডকুমেন্টের একাধিক পৃষ্ঠা প্রদর্শিত করার জন্য

Percent = ডকুমেন্টের টেক্সট বা অবজেক্ট নির্দিষ্ট পারসেন্টে বা শতকরা হারে ভিউ করার জন্য

স্ট্যাটাস বারের + (Plus) এবং – (Minus) বাটন ব্যবহার করে জুম ইন-আউট করা

আপনার ডকুমেন্টের কনটেন্ট বিভিন্ন উপায়ে জুম ইন-আউট করা যায়। তার মধ্যে + (Plus) এবং – (Minus) বাটন ব্যবহার অন্যতম।

এম এস ওয়ার্ড সকল ভার্সনেই ডকুমেন্ট উইন্ডোর স্ট্যাটাস বারে অবস্থিত + (প্লাস) ও – (মাইনাস) বাটন থাকে। যা ব্যবহার করে সহজে ডকুমেন্টের কনটেন্ট জুম ইন-আউট করা যায়।



কীবোর্ড এবং মাউস ব্যবহার করে জুম ইন-আউট করা

 

ওপরের দু’টি পদ্ধতির চেয়ে কীবোর্ড এবং মাউস ব্যবহার করে খুব সহজে জুম ইন-আউট করা যায়।

 

এজন্য কীবোর্ডের Ctrl কী চেপে ধরে মাউসের চাকা ওপরে-নীচে ঘুরাতে হবে। উপরের দিকে ঘুরালে জুন ইন এবং নিচের দিকে ঘুরালে জুম আউট হবে।

জুম ইন-আউট করার অন্যান্য

এ শর্টকাটগুলো শুধুমাত্র ওয়ার্ড ২০১৯ ভার্সনেই নয়, এম এস ওয়ার্ড এর সকল ভার্সনেই কার্যকর।

Alt+W+J = জুম লেবেল ১০০% প্রদর্শন করার জন্য

Alt+W+1 = ডকুমেন্টের একটি পৃষ্ঠা প্রদর্শন করবে

Alt+W+2 = ডকুমেন্টের একাধিক পৃষ্ঠা প্রদর্শন করবে

Alt+W+i = একটি পৃষ্ঠার পুরো প্রশস্ততা প্রদর্শন করবে

Alt+W+Q = জুম ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্য

বিদ্র: কমাণ্ডগুলো প্রয়োগ করার সময় “+” চিহ্নটি ব্যবহার হবে না। এটি কীবোর্ড হতে প্রথম কী প্রেস করার পরে কোন কী প্রেস করা হবে তা বুঝানোর জন্য দেয়া হয়েছে। 

অর্থাৎ আপনি যদি প্রথম কমাণ্ডটি (Alt+W+J) ব্যবহার করতে চান। তাহলে নিচের কমাণ্ড অনুযায়ী কীবোর্ড হতে কী গুলো প্রেস করুন।

প্রথমে কীবোর্ডের Alt কী চেপে ধরে থাকুন, অতপর w কী চেপে ধরে থাকুন, সবশেষে j চাপুন। অর্থাৎ তিনটি কী পর পর চেপে ধরে থাকতে হবে।




*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

ads

ads