এমএস ওয়ার্ডে কার্সর এর ব্যবহার ও স্ক্রলিং – এমএস ওয়ার্ড ২০১৯ বাংলা টিউটোরিয়াল | পর্ব ৬




এমএস ওয়ার্ড এ কীবোর্ড ও মাউস দ্বারা কিভাবে কার্সর মুভমেন্ট এবং স্ক্রলিং করা যায় সে বিষয়ে আজকের পর্বে বিস্তারিত আলোচনা হবে। এমএস ওয়ার্ড এ কীবোর্ড ও মাউস দ্বারা কার্সর মুভমেন্ট এবং ওয়ার্কস্পেস মুভমেন্ট বা স্ক্রল করার পদ্ধতি সকল ভার্সনের ক্ষেত্রে একই। 


প্রথমে আমরা এমএস ওয়ার্ড এর Blank Document এ একটি শর্টকাট ফাংশন ব্যবহার করে কিছু স্যাম্পল টেক্সট/প্লেসহোল্ডার টেক্সট ইনসার্ট করবো। এজন্য কীবোর্ড এর সাহায্যে ডকুমেন্ট এরিয়াতে =rand() টাইপ করুন এবং কীবোর্ডের এন্টার (Enter) কী চাপুন।


দেখবেন, কার্সর যেখানে ছিল সেখানে এন্টার (Enter) কী প্রেস করার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বেশ কিছু টেক্সট সংযোজন হয়ে গেছে। 




PIC-1

PIC-2

আরো পড়ুন.....

মাউস দ্বারা কার্সর মুভমেন্ট ও স্ক্রলিং করার পদ্ধতিঃ

ডকুমেন্ট এরিয়ার যেখানে যেখানে টেক্সট রয়েছে সে সকল স্থানে খুব সহজে মাউস দ্বারা ক্লিক করে ইচ্ছে মতো কার্সর মুভমেন্ট করা যায়। 


যদি ডকুমেন্টটি কয়েক পাতার হয়ে থাকে অথবা ডকুমেন্টটি যদি Zoom In অবস্থায় থেকে সম্পূর্ণ ডকুমেন্ট এরিয়া দেখা না যায় তখন ডকুমেন্ট এরিয়ার পাশের এবং নিচের অংশ দেখার জন্য অথবা পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার জন্য স্ক্রলবার ব্যবহার করতে হয়। 


স্ক্রলবার ব্যবহার করে ডকুমেন্ট এর একাধিক পৃষ্ঠায় সহজেই যাওয়া সম্ভব এবং প্রয়োজনীয় পৃষ্ঠাতে মাউসের ক্লিকের মাধ্যমে কার্সর নেওয়া সম্ভব। 


নিচের চিত্রের মাধ্যমে স্ক্রলবার ব্যবহারের পদ্ধতি দেখানো হলো। তাছাড়া মাউসের উপরের হুইল ঘুরিয়েও ডকুমেন্টের উপরে এবং নিচে সহজে যাওয়া যায়।





এ একই কাজটি স্ক্রলবারের ওপরের Up-Arrow এবং Down Arrow বাটনে মাউসের সাহায্যে চেপেও করা যায়।


কীবোর্ড দ্বারা কার্সর মুভমেন্ট ও স্ক্রলিং করার পদ্ধতিঃ

সাধারণত ডকুমেন্ট Zoom In অবস্থায় থাকলে ডকুমেন্ট টেক্সট এরিয়াতে দুটি স্ক্রলবার থাকে।


এরমধ্যে একটি ডকুমেন্ট এরিয়ার আনুভূমিকভাবে মুভ করানো যায়, তাকে Vertical Scroll Bar বলে।


এবং অন্যটি ডকুমেন্ট এরিয়ার লাম্বিকভাবে মুভ করানো যায়, তাকে Horizontal Scroll Bar বলে।


Vertical স্ক্রলবার ব্যবহার করে নিম্নে বর্ণিত কাজগুলো করা যায়ঃ-


=> ওপরের এ্যারো কী এর মাধ্যমে ডকুমেন্ট এক লাইন উপরে মুভ করা যায়।

=> নিচের এ্যারো কী এর মাধ্যমে ডকুমেন্ট এক লাইন নিচে মুভ করা যায়।

=> Next Page এ্যারো বাটন এর মাধ্যমে পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যায়।

=> Previous Page এ্যারো এর মাধ্যমে পূর্ববর্তী পৃষ্ঠায় যাওয়া যায়।

=> Browse Object বাটন এর মাধ্যমে ডকুমেন্টে একাধিক অবজেক্ট থাকলে একটি থেকে অন্যটিতে যাওয়া যায়।


কীবোর্ড দ্বারা কার্সর বিভিন্ন জায়গায় মুভমেন্ট করার পদ্ধতিঃ

নিচের পদ্ধতি ব্যবহার করে কীবোর্ড এর মাধ্যমে ডকুমেন্ট এর বিভিন্ন জায়গায় কার্সর সহজে মুভমেন্ট করা যায়।


কীবোর্ডের Ctrl কী এর সাথে সংযুক্ত বিভিন্ন কী এর ব্যবহার

কার্সরকে প্রতি শব্দের পরপর এবং প্রতি প্যারাগ্রাফের পরপর মুভ করার জন্য অর্থাৎ কার্সরকে সর্টকাটে মুভ করার জন্য Ctrl কী এর ব্যবহার করতে হয়। নিচের সর্টকাটগুলো ব্যবহার করে আপনি কাজের গতি বাড়াতে পারবেন।





ফাংশন কী এর মাধ্যমে কার্সর মুভমেন্ট করাঃ

উপরের সর্টকাট কাজগুলো ফাংশন কী এর মাধ্যমেও করা যায়। এজন্য আমরা– 


=> কীবোর্ডের F5 ফাংশন কী অথবা Ctrl+G ব্যবহার করে করতে পারি। 


=> কীবোর্ডের F5 ফাংশন কী অথবা Ctrl+G প্রেস করার সাথে সাথেই নিম্নের চিত্রের মত একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। 


যেখান থেকে আপনি বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবেন। যেমন- নির্দিষ্ট কোন পৃষ্ঠায়, নির্দিষ্ট কোন লাইনে গমন ইত্যাদি।


ধরুন, আপনার ডকুমেন্টে মোট ২০টি পৃষ্ঠা রয়েছে এবং কার্সর প্রথম পাতায় রয়েছে। আর আপনি কার্সরকে ১২নং পৃষ্ঠায় নিতে চান। এজন্য নিচের পদক্ষেপ গ্রহণ করুন।



=> এবার Go to what: এর নিচের ঘরে যদি Page সিলেক্ট করুন। 

=> Enter page number: এর নিচের ঘরে 12 টাইপ করুন।

=> Go to বাটন ক্লিক করুন।

=> এবারে ডায়ালগ বক্সটি বন্ধ করতে Close বাটন ক্লিক করুন।

=> দেখবেন কার্সর ১২নং পৃষ্ঠায় অবস্থান করছে।




*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

ads

ads